মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে শেরপুর থানা পুলিশ

0

সেলিম রেজা,স্টাফ রিপোর্টার, বগুড়া ঃ

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ সারাদেশে মাদকের বিরুদ্ধে শুরু হওয়া এই অভিযানে বগুড়ার শেরপুর থানা পুলিশ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। গত দুই মাসে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শতাধিক মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে। থানায় দায়ের করা হয়েছে ৮০টি মাদক মামলা। অভিযানে উদ্ধার করা হয়েছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন সহ নানা মাদকদ্রব্য। বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার নির্দেশে শেরপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানের দিক নির্দেশনায় শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে শেরপুর থানার চৌকস পুলিশ কর্মকর্তারা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গত দুই মাসে এই অর্জন করেছেন। শেরপুর থানা সুত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারী মাসে শেরপুর থানায় ৫২টি মাদক মামলায় ৬৪ জন কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২৬৪ পিস ইয়াবা, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল, ১৩.৫০ গ্রাম হেরোইন ও ৩৩ পিস ইনজেকশন এ্যাম্বুল উদ্ধার করা হয়। জানুয়ারী মাসে ২৮টি মামলায় ৩০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১৩৪ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ১২১ বোতল ফেন্সিডিল ও ৫.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শেরপুর থানায় অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর ২০১৮ সালের ৩ আগষ্ট যোগদানের পর থেকেই মাদক বিরোধী অভিযানে জোর দেন। এজন্য তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় মাদক বিরোধী সচেতনতা গড়ে তোলেন। পুলিশের অভিযানে উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অনেকেই পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এ ব্যাপারে অফিসার ইনচার্জ মো.হুমায়ুন কবীর জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ অনড় ও জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। সারাদেশে মাদক বিরোধী অভিযান জোরদার হবার পর শেরপুরে মাদক সিন্ডিকেট ভেঙ্গে পড়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, যারা মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত তাদের গ্রেপ্তার করে মামলা দেয়া হচ্ছে। এ ব্যাপারে কোন ছাড় নেই। কেননা, উন্নয়নের জন্য মাদক মুক্ত সমাজ গড়ে তোলার কোন বিকল্প নেই।

Leave A Reply