সরিষাবাড়ীতে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সরকারী কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মী, সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরিষাবাড়ী উপজেলার সার্বিক সমস্যা সমাধান ও উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম।

এসময় অন্যদের মধ্যে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম,বাংলাদেশ জামাতে ইসলাম সরিষাবাড়ি উপজেলা শাখা এর আমির, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া, সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) শওকত জামিল, যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদ ইসলাম, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আঃ হালিম, উপজেলা নারী ও শিশু কর্মকর্তা শায়লা নাজমিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভীনসহ উপজেলার সকল কর্মকর্তা, সুশীল সমাজের আনু মিয়া,গণমাধ্যম কর্মীর পক্ষ থেকে সরিষাবাড়ী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সিফাতসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার ও মতবিনিময় সভার সভাপতি শারমিন আক্তার এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শেষ হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.