বান্দরবানে ডনবসকো উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ডনবসকো উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৩ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মিছিল সহকারে এ মানববন্ধনে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা সকলে মিলে অভিযোগ জানায় যে, তাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক দুইজন, কিন্তু পর্যাপ্ত পরিমানে শিক্ষক স্বল্পতা রয়েছে। তাদের বিষয়ভিক্তিক শিক্ষক নাই। শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে চলা স্কুলটিকে জেলা পরিষদ কর্তৃক অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক আলবার্ট রত্ন মিশনারী স্কুলে পরিণত করার চেষ্টা অব্যাহত রেখেছেন।

যাতে ক্ষুদ্ধ হয়েছেন বিদ্যালয়ের ত্রিপুরা সম্প্রদায় ব্যতীত অন্যান্য সকল সম্প্রদায় যেমন মারমা, তঞ্চঙ্গ্যা, খেয়াং, খুমী, বম, ম্রো ও বাঙালী সম্প্রদায়ের শিক্ষার্থীরা। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক গত ১ সেপ্টেম্বর একটি বিশেষ নোটিশ ঠাঙ্গিয়ে দিয়ে বিদ্যালয়ের বাহিরে রয়েছেন বলে জানা গেছে। অনেকে এটাকে পালিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতাও বলে মনে করছেন। উল্লেখ্য যে, ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর সারা দেশে একযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগের হিড়িক চলছে/ পদত্যাগে বাধ্য করা হচ্ছে। তেমনি বান্দরবান নার্সিং কলেজেও অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগ করানোর চেষ্টা চলছে।

এমনটাই আঁচ করতে পেরে হয়তো এই প্রধান শিক্ষকও পালিয়ে গেছে বলে ধারণা করছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। শিক্ষার্থীদের একটাই দাবী হলো তারা তাদের বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক চাই। দুইজন প্রধান শিক্ষক দিয়ে নেতৃত্বের ব্যাঘাত ঘটছে বলে মনে করছেন, ব্যহত হচ্ছে পাঠদান। বিদ্যালয় ভর্তির সময় পরিচয় পত্রের ফি ১শ টাকা নেয়া হলেও শিক্ষার্থীদের দেয়া হয়নি আইডি কার্ড । ক্রীড়া অনুষ্ঠানের ফি নেয়া হলেও ২০২১ সাল হতে কোন খেলাধূলা হয় না। বিদ্যালয় ম্যাগাজিনের কথা বলে নেয়া ফি বাধ্যতামূলক করা হলেও প্রকাশ হয় না ম্যাগাজিন। শিক্ষার্থীরা গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে দাবী জানায় যে, আপনারা আমাদের বিদ্যালয়ে আসেন দেখেন স্কুলে কি অবস্থা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.