সরিষাবাড়ী আধ্যাত্মিক সাধক আলী পাগলার মাজার শরীফ ভাঙচুর ও লুটপাট

গনি সরকার :

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে বামনজানি বাজারে আলি পাগলার মাজার শরীফ অবস্থিত। প্রতি বছর দশ সেপ্টম্বর থেকে দশ দিন ব্যাপী বাষীক উড়স অনুষ্ঠিত হয়ে থাকে। গত ২৭ আগস্ট সকাল দশটার দিকে মাদ্রাসার ছাত্র , শিক্ষক ও এলাকার লোকজন এসে মাজারে হামলা চালায় এবং দান বাক্স থেকে সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে যায়। আলি পাগল তার জীবদ্দশায় অনেক অলৈকিক নিদর্শন রেখে গেছেন বলে এলাকাবাসী জানায়।

সারা দেশের মানুষের মাঝে তিনি পরিচিত ছিলেন। এই ঘটনার পর থেকেই তার ভক্ত ও এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

 

এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিচার দাবি করেন জনগ। এলাকা থম থমে অবস্থায় আছে।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.