সরিষাবাড়ীতে শেখ হাসিনার উপহার বিভিন্ন পন্য সামগ্রী বিতরণ 

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ সরিষাবাড়ীতে শেখ হাসিনার উপহার হিসেবে বিভিন্ন পন্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  বুধবার ( ৩ জুলাই) উপজেলা সমাজসেবা কার্যালয়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় ,উপজেলা কৃষি কার্যালয়,সরিষাবাড়ী বন বিভাগ কার্যালয়ের সম্মিলিত  আয়োজনে আয়োজন সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের মাঠে বিভিন্ন বিতরণ করা হয়। উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে ১০ জন ভিক্ষুককে ২০ টি ছাগল ও ১২ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ১২ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।  এদিকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ১০০ জন ব্যক্তিদের মধ্যে ১৪ কেজি শুকনা খাবার, ১০০ জন ব্যক্তিদের মধ্যে ১০ কেজি চাল বিতরণ, ১০ জন ব্যক্তিদের মধ্যে ঢেউ টিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।  অন্যদিকে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ১৪০০ জনকে আমন ধানের বীজ ও সার এবং বন বিভাগ থেকে ৫০০০ গাছের চারা বিতরণ করা হয়।   

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ১৪১ জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য আবদুর রশিদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিলের সঞ্চালনায় সরিষাবাড়ী পৌর- মেয়র মোঃ মনির উদ্দিন,  উপজেলা সমাজসেবা অফিসার মো: তৌফিকুল ইসলাম খালেক,  কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.