- বান্দরবানে কেএনএফ-জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১১ জনের জামিন মঞ্জুর - November 21, 2024
- ফরিদগঞ্জেও বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প - November 21, 2024
- ধনবাড়ীতে বিএনপি‘র এক বিশাল জনসভা - November 20, 2024
রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁও নারী পুলিশ কল্যাণ সমিতি (পুনাক)’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রোববার (১৭মার্চ) পুলিশ লাইন্স ড্রিলশেড প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে ৩০জন বিজয়ীর মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) লিজা বেগম।
পুনাক সূত্রে জানা গেছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে যথাক্রমে ক, খ ও গ ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান রমেশ চন্দ্র সেন বলেন, আজ জাতীয় শিশু দিবস পালন করা হয় কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিভা ছিল, যে প্রতিভার বিকাশ ঘটিয়ে তিনি উচ্চ পর্যায়ে পৌঁছেছেন, তিনি যে জাতিকে নেতৃত্ব দিয়েছেন, বাঙালি জাতির জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এর পেছনে তার যে অবিরাম পরিশ্রম, সেটিই শিশুদের বেঝানো।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহীদ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।
পুনাকের সভানেত্রী ও সহ-সভানেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বঙ্গবন্ধুর শৈশব জীবন, ছোটবেলা থেকে তার নেতৃত্ব গুণের বিকাশ, সহপাঠীদের প্রতি সহযোগিতা, শিশুদের জন্য বঙ্গবন্ধুর অসামান্য অবদান, শিশু আইন প্রণয়ন ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করেন তাঁরা।
ঠাকুরগাঁও নারী পুলিশ কল্যাণ সমিতি (পুনাক)’র সভানেত্রী প্রিয়াংকা অধিকারী এর সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুনাকের সহ-সভানেত্রী মোছাঃ শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.