Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- বান্দরবানে কেএনএফ-জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১১ জনের জামিন মঞ্জুর - November 21, 2024
- ফরিদগঞ্জেও বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প - November 21, 2024
- ধনবাড়ীতে বিএনপি‘র এক বিশাল জনসভা - November 20, 2024
রামচন্দ্র ঘোষ, ধনবাড়ী প্রতিনিধি:
টাঙ্গাইল ধনবাড়ী উপজেলায় জেলায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। সকালে ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা। মেলায় কৃষি প্রযুক্তি, জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা ও বালাইনাশকের ঝুঁকি হ্রাস, বিভিন্ন ফসলের বীজ ও সার, ফল ও সবজি প্রদর্শন, ডিজিটাল কৃষি সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণ এবং ১৭ টি স্টল বসেছে। মেলার আয়োজক ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে ধনবাড়ী উপজেলার কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী পরশু রবিবার পর্যন্ত মেলা চলবে। উদ্বোধনকালে প্রধান অতিথি আলহাজ্ব হারুনার রশিদ হীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একটি নির্দিষ্ট বিষয় নয়, পুরো বাংলাদেশকে নিয়ে ভাবেন। এদেশের কৃষকদের নিয়ে ভাবেন। কৃষকদের যত বেশি সমৃদ্ধ করা যাবে তত বেশি দেশ সমৃদ্ধ হবে। কৃষকদের বাদ দিয়ে উন্নত বাংলাদেশ গড়া অসম্ভব। ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ, নারিকেলের চারাসহ নানা চারা দিচ্ছে। একসময় দুষ্প্রাপ্য ছিল সার। যা এখন প্রধানমন্ত্রী প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিচ্ছে। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আবাদ করতে হবে। এক ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। তবেই ২০৪১ সালের মধ্যে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন বলেন, কৃষিই অর্থনীতির মূল চালিকাশক্তি। ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মনিরুজ্জামান বকল মেয়র ধনবাড়ী পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হুদা ভাইস চেয়ারম্যান ধনবাড়ী উপজেলা পরিষদ, খন্দকার জেব- উন- নাহার মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, মোঃ রাসেল পারভেজ তমাল উদ্যানতত্ত্ববিদ,ধনবাড়ী হর্টিকালচার সেন্টার। এসময় আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা’র শিক্ষার্থী ও শিক্ষক অনুষ্ঠান শেষে শিক্ষার্থী দের কে একটি করে আমের গাছ দেওয়া হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.