Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- বান্দরবানে কেএনএফ-জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১১ জনের জামিন মঞ্জুর - November 21, 2024
- ফরিদগঞ্জেও বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প - November 21, 2024
- ধনবাড়ীতে বিএনপি‘র এক বিশাল জনসভা - November 20, 2024
জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা চ্যাম্পিয়নদের ফুটবলারদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে ধনবাড়ী উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন এবং ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা প্রথমবার ইন্টার স্কুল জেলা চ্যাম্পিয়ন এবং টানা দ্বিতীয়বারের মতো শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় কোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তালিকা ফুটবলারদের মিষ্টি খাওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা, ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান, জেব উন নাহার লীনা বকল, পৌর মেয়র মনিরুজ্জামান বকল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান সুমন,পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদার, পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাসউদুল আলম উচ্ছল, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনসার আলী, বেসরকারি সংস্থা নিজেরা করি সংগঠনের তপন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বালিকা (অনূর্ধ্ব-১৭) বিভাগের প্রথম খেলায় ধনবাড়ী উপজেলা (৬-০) গোলে মির্জাপুর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ধনবাড়ী উপজেলার পক্ষে স্ট্রাইকার অন্যন্যা রানী সূত্রধর হ্যাট্রিক করে। এছাড়া রোকসানা, মীম ও ঝর্না আক্তার ওন্য ৩টি গোল করে। বালিকা বিভাগে ধনবাড়ী উপজেলার অন্যন্যা রানী সূত্রধর টুর্নামেন্টে মোট ৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় এবং গোলরক্ষক তানিয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.