ঠাকুরগাঁওয়ে “ন্যায়কুঞ্জ” বিশ্রামাগারের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপ্রতি
- বান্দরবানে কেএনএফ-জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১১ জনের জামিন মঞ্জুর - November 21, 2024
- ফরিদগঞ্জেও বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প - November 21, 2024
- ধনবাড়ীতে বিএনপি‘র এক বিশাল জনসভা - November 20, 2024
রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
সাসটেইনেবল ডেভেলপম্টে গোল (এসডিজি) বা টেকসহ উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্জনের লক্ষ্যে শান্তিপূর্ণ ও অন্তভূক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন, সকলের ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগমসহ সকল স্তরে কার্যকর জবাবদিহিতা পূরণ ও অন্তভূক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণে ঠাকুরগাঁওয়ে “ন্যায়কুঞ্জ” বিশ্রামাগারের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপ্রতি মো : নজরুল ইসলাম তালুকদার।
আজ ১জুন বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই বিশ্রামাগারের উদ্বোধন করেন তিনি। এরপর জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মামুনুর রশিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.