ঠাকুরগাঁওয়ে “ন্যায়কুঞ্জ” বিশ্রামাগারের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপ্রতি

 

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

সাসটেইনেবল ডেভেলপম্টে গোল (এসডিজি) বা টেকসহ উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্জনের লক্ষ্যে শান্তিপূর্ণ ও অন্তভূক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন, সকলের ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগমসহ সকল স্তরে কার্যকর জবাবদিহিতা পূরণ ও অন্তভূক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণে ঠাকুরগাঁওয়ে “ন্যায়কুঞ্জ” বিশ্রামাগারের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপ্রতি মো : নজরুল ইসলাম তালুকদার।

আজ ১জুন বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই বিশ্রামাগারের উদ্বোধন করেন তিনি। এরপর জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মামুনুর রশিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.