কুড়িগ্রামে সাড়ে ৭ লাখ টাকা সহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি : 
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনতাই করে মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী ও কচাকাটা থানা পুলিশ । পরে অভিজান চালিয়ে নাগেশ্বরী থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতার কৃতরা হলেন প্রসেনজিৎ রায় (২৮), খাদেমুল ইসলাম (২৬),
মোন্নাফ আলী (২৫) এবং রুহুল আমিন (৩০)। এ ঘটনায় সোমবার দুপুরে জেলা পুলিশ লাইন হলরুমে এক সংবাদ
সম্মেলনে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান পিপিএম বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, রোববার দুপুরে বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স কর্মী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মন ভুরুঙ্গামারী
ইসলামি ব্যাংক শাখা থেকে ১৫ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে কচাকাটা যাবার পথে লক্ষির মোড়ে পৌছালে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি ধাক্কা দেয়।

 

 

তারা পড়ে গেলে ব্যাগভর্তী টাকা নিয়ে ফিল্মী স্টাইলে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় । এসময় বিকাশের ২ কর্মীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এসময় ঘটনাটি পুলিশকে জানালে কচাকাটা ও ভুরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ লাখ ৬০ হাজার টাকা, ১৫০ সিসি পালসার মোটর সাইকেল সহ তাদের গ্রেফতার করে।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.