টাঙ্গাইলের গোপালপুরের ভুয়া ডাক্তার জাফরুল হাসানকে হবিগঞ্জের চুনারুঘাট

টাঙ্গাইলের গোপালপুরের ভুয়া ডাক্তার জাফরুল হাসানকে হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের এম কে প্লাজার এম কে ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক থেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বেলা ১১টায় ওই ক্লিনিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এবং হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
ভুয়া ডাক্তার জাফরুল হাসান গোপালপুর উপজেলার আলমনগর গ্রামের আতর আলীর ছেলে।
জানা যায়, জাফরুল হাসান নিজের নাম পরিচয় গোপন করে ডা. মোহাম্মদ তামিম নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবত চুনারুঘাটের ওই ক্লিনিকে ভুয়া চিকিৎসা দিয়ে আসছিলেন। সে যে আইডি ব্যবহার করেছে, সেই আইডিতে তামিম হোসেন নামে একজন ডাক্তার আছেন। যিনি বর্তমানে মালয়েশিয়ায় আছেন।
জাফরুল ওখানে প্রায় দুই বছর ধরে ভুয়া এমবিবিএস হিসেবে চিকিৎসা দিয়ে আসছে। এর আগে সে ভোলা জেলায় ভুয়া ডাক্তার হিসেবে চিকিৎসা দিয়েছেন। তার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। এ বিষয়ে জাফরুল জানায়, সে ডিপ্লোমা পাস করে এমবিবিএস চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে আসছিল।

Comments are closed, but trackbacks and pingbacks are open.