কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে বিআইডব্লিউটিএ’র ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি।। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নির্দেশে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের নেতৃত্বে ,কুড়িগ্রাম বন‍্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃক মনোনীত ত্রান বিতরন কমিটির দলনেতা- মো:ছাইদুর রহমান,অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) এবং কমিটির অন‍্যান‍্য সদস‍্য মো:রফিকুল ইসলাম,উপ-পরিচালক(অর্থ),নাঈম মোহাম্মদ,উপ পরিচালক, মো:আশরাফুর রহমান,সহকারী পরিচালক(প্রশাসন) সহ অন্যান্য সদস্যরা এই ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ।

 

 

বিআইডব্লিউটিএ কর্তৃক জেলা প্রশাসক, কুড়িগ্রাম এর নিকট নগদ ৪ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিলমারীর নিকট নগদ ১.৫ লক্ষ টাকা ও ১ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী এবং রাজিবপুর উপজেলার কোদালকাটি ও রাজিবপুর সদর ইউনিয়নে ২৫০০ ব‍্যাগ ত্রাণ সামগ্রী (চাল-৭ কেজি, ডাল-১ কেজি, আলু -৩ কেজি ও তেল ১/২ কেজি) বন‍্যা দুর্গতদের মধ‍্যে বিতরন করা হয়। এছাড়া লালমনিরহাট জেলায় ৫০০ ব‍্যাগ, সিলেট জেলায় ২০০০ ব‍্যাগ, সুনামগঞ্জ জেলায় অদ‍্যাবধি ১০০০০ ব‍্যাগ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃক এ যাবত প্রায় ১.৫০ কোটি টাকার ত্রাণ সামগ্রী বন‍্যার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে।উল্লেখ্য যে আগামীকাল গাইবান্ধাসহ আরও অন‍্যান‍্য জেলায় ত্রাণ বিতরণ অব‍্যাহত থাকবে বলে তিনি জানান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.