- কিশোরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬৯ শতাংশ জমি উদ্ধার - November 7, 2024
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপি’র বর্ণাঢ্য র্যালি - November 7, 2024
- ৭নভেম্বার ঐতিহাসিক মহাবিপ্লবের নাম - November 7, 2024
অনলাইন ডেস্ক:
তিন যুগ পর ভারতে এসে মাকে খুঁজে পেলেন আরব আমিরাতের তরুণী মরিয়ম আবদুল রহমান আল শেহি(৩৬)।
বিয়ের কয়েক বছরের মধ্যেই ৮০-এর দশকে বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে গেলে মরিয়ম বাবার সঙ্গে আমিরাতেই থেকে যান। খবর গালফ নিউজের।
কিন্তু মা চলে যান ভারতে। মরিয়ম বেড়ে উঠেন আরব আমিরাতের রাস খাইমা এলাকায় বাবার সঙ্গে। এ সময় একটি বারের জন্যও তার ভারত যাওয়া হয়নি।
সম্প্রতি বাবা মারা যাওয়ার পর মাকে খুঁজতে যান ভারতে। কিন্তু এত মানুষের ভিড়ে তিন যুগ পর তিনি কীভাবে বের করবেন তার মাকে।
অবশেষে মাথায় বুদ্ধি এলো পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার। এতে কাজ হলো। পুরো ঘটনা বর্ণনা করে দেয়া বিজ্ঞাপনের মাধ্যমেই তিনি ফিরে পেলেন তার মা ও ছোট বোনকে।তার এ ছোট বোনের কথা তিনি জানতেনই না। কারণ গর্ভাবস্থায় তার বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়েছিল। মাকে খুঁজতে এসে ছোট বোনকে পেয়ে যারপরনাই খুশি মরিয়ম।
Comments are closed, but trackbacks and pingbacks are open.