বাস টার্মিনালে কিশোর হত্যা নিয়ে কুড়িগ্রাম পুলিশ সুপারের প্রেস ব্রিফিং ( সিংগাল ছবি টা ব্রিফিং ছবির কোনখানে যুক্ত করলে খুশি হব, সব পেপারে এক ছবি থাকে তাই ভিন্ন হবে )

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাসটার্মিনালে চ্যাঞ্চল্যকর কিশোর হেলপার শিপন হত্যার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় পুলিশ সুপার কনফারেন্স কক্ষে প্রেস ব্রিফিং-এ লিখিত বক্তব্য পাঠ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল রায়, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান প্রমুখ।

লিখিত বক্তব্যে পুলিশ সুপার জানান, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর কিশোর হেলপার শিপন এর মৃতদেহ বাসের ভিতর পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন অপর বাসের হেলপার সোহেল, শহিদুল ও মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল (২৭ অক্টোবর) মূল আসামী কুড়িগ্রাম শহরের কাশিয়াবাড়ীর হাল মাঝি পাড়ার গোলজার হোসেনের পূত্র সোহেল ইসলাম (১৯)কে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আসামী সোহেল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে এনড্রয়েড মোবাইল চুরীর উদ্যেশ্যে হত্যার ঘটনা ঘটিয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এ ব্যাপারে মামলার যাবতীয় কার্যক্রম শেষে আসামী সোহেল ইসলামের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অল্প সময়ে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানানো হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.