৩৯ মরদেহ ভিয়াতনামের নাগরিকদের

নিউজ ডেস্ক:

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এসেক্সে একটি লরিতে ৩৯ জনের মরদেহ পাওয়া যায়। ঘটনার পর ব্রিটেনজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানানো হয়েছিল মরদেহগুলো চীনের নাগরিকদের হতে পারে। তবে তদন্তের পর শুক্রবার এসেক্স পুলিশ জানিয়েছে, লরিতে নিহত সকলে ভিয়েতনামের নাগরিক।

পুলিশ জানিয়েছে, বেশ কিছু ভিয়েতনামি পরিবার নিখোঁজ স্বজনের সন্ধানে যোগাযোগ করেছে তাদের সাথে। ময়নাতদন্ত শেষ হলে মরদেহ শনাক্তে ডাকা হবে তাদের। ভিয়েতনাম সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে বলেও জানিয়েছে তারা।

গত ২২ অক্টোবর টেমস নদীর পাড়ে পার্ক করা একটি লরিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ৩৯ মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা নিহতরা সবাই অভিবাসনপ্রত্যাশী। কনটেইনারে লুকিয়ে ব্রিটেনে ঢোকার চেষ্টা করছিলেন তারা। এর আগে প্রাথমিক তদন্ত শেষে নিহতরা চীনা নাগরিক বলে ধারণা করেছিল ব্রিটেন। এ ঘটনায় লরির চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.