আইএসের নতুন প্রধান আল-হাশেমি

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নতুন প্রধান হিসেবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির নাম ঘোষণা করা হয়েছে।

আইএসের গণমাধ্যম শাখা আল-ফুরকানে এক অডিও বার্তায় এই বিষয়টি নিশ্চিত করা হয়। একইসঙ্গে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

আইএস-এর নতুন দায়িত্বপ্রাপ্ত হাশেমির ছবি ও পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি।

তবে, যুক্তরাজ্যের ওয়েলসে একটি বিশ্ববিদ্যালয়ের আইএস বিষয়ক গবেষক আইমেন আল তামিমি বলেছেন, এ নামটি অপরিচিত। তবে এই ব্যক্তি হাজ আবদুল্লাহ নামের এক শীর্ষ ব্যক্তিত্ব হতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় যাকে বাগদাদির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে চিহ্নিত করেছিল।

তিনি আরও বলেন, আমরা সম্ভবত এই ব্যক্তিকে চিনি। যিনি হয়ত মাত্রই নতুন নাম ধারণ করেছেন।

২০১৪ সালের ইরাকের মসুলের গ্রেট মসজিদে প্রথমবারের মতো দেখা গিয়েছিল বাগদাদিকে। ওই মসজিদে দেয়া এক ভাষণে সিরিয়া এবং ইরাকের কিছু অঞ্চল ইসলামি খিলাফত রাষ্ট্রের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন।

সূত্র: রয়টার্স

Comments are closed, but trackbacks and pingbacks are open.