নিষেধাজ্ঞা শেষে ফের ইলিশ ধরা শুরু

নিজস্ব প্রতিবেদক

ইলিশ মাছ ধরা ও বিক্রিতে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে ইলিশ ধরা, বিক্রয় ও পরিবহন আবার শুরু হয়েছে।

গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশের নদ-নদী থেকে ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রতি বছরের অক্টোবরের ২২ দিন মা ইলিশ রক্ষায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে সরকারের এ নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন জেলায় ইলিশ শিকারের অপরাধে অনেক জেলেদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Comments are closed, but trackbacks and pingbacks are open.