অভিযানে কেউ রেহাই পাবে না: কাদের

ভোলা প্রতিনিধি:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুদ্ধি অভিযানের কোনো শিথিলতা নেই। এই অভিযান থেকে কেউ রেহাই পাবে না। যারা অভিযুক্ত, তারা সবাই নজরদারিতে আছেন। সময়মতো দেখতে পাবেন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলা সদরের ঈদগাহ মাঠে আওয়ামী লীগের সমাবেশে একথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অপকর্ম করে, বিশেষ করে যারা ক্যাসিনোর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার শুদ্ধি অভিযান শুরু করেছে। এ অভিযান শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়, সারাদেশে।

কাদের বলেন, যতদিন পর্যন্ত দেশে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে না আসবে, ততদিন এ অভিযান অব্যাহত থাকবে। এখানে কোনো বিরতি নেই। নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু হয়েছে। শুধু ঘর নয়, নিজেদের আত্মীয়-স্বজন এ অভিযানে টার্গেট হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

Comments are closed, but trackbacks and pingbacks are open.