দুর্গাপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

 

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ‘‘পুলিশের সঙ্গে কাজ করি-মাদক-জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনে সারা দেশের ন্যায় কমিউনিটি পুলিশিং দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে পুলিশ প্রশাসন, কমিউনিটি পুলিশিং এর সদস্য, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে থানা চত্বরে অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ওসি তদন্ত মীর মাহাবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মোঃ শফিউল আলম সরকার। অন্যদের মধ্যে আলোচনা করেন, পৌর মেয়র হাজী মাওলানা আঃ ছালাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, আব্দুল্লাহ হক, সাবেক পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারন সম্পাদক তোবারক হোসেন খোকন, জেলা পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমিন চুন্নু প্রমুখ।

বক্তারা বলেন, পুলিশই জনতা-জনতাই পুলিশ, সে লক্ষে সামজ থেকে অপরাধ দমন পুলিশের একার পক্ষে সম্ভব নয়। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসা এবং পুলিশকে সার্বিক সহায়তা করতে সর্বস্থরের মানুষকে আহবান জানান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.