তালতলীতে কমিউনিটি পুলিশিং-ডে অনুষ্ঠিত

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি :
“পুলিশের সঙ্গে কাজ করি,মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’এই শ্লোগান কে সামনে রেখে বরগুনার তালতলীতে কমিউনিটি পুলিশিং-ডে ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৫তনং ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো.শেখ শাহিনুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রেজবীউল কবির জোমাদ্দার।বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনাব ফজলুল হক জোমাদ্দার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল আহসান,উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মো.মোস্তাফিজুর রহমান মোস্তাক,মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন।উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শামীম রেজা।আলোচনা সভায় আরো বক্তব্যে রাখেন,তালতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন আর-রশিদ,৭নং সোনাকাটা ইউনিয়নের চেয়ারমান সুলতান ফরাজী,রাখাইন সম্প্রদায়ের ট্রাস্ট এর সভাপতি মি:খেমংলা,তালতলী প্রেস ক্লাবের সভাপতি মো.আ:মোতালেব প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকবৃন্দরা।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.