ক্রিকেটকে নদীতে নিয়ে যাচ্ছেন কেন?

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্রিকেট খেলা দেখতে গিয়ে তিস্তা নিয়ে তিক্ততা কেন করব বলেন?

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সম্প্রতি আজারবাইজান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন

শেখ হাসিনা বলেন, ক্রিকেটকে নদীতে নিয়ে যাচ্ছেন কেন? কোথায় ক্রিকেট আর কোথায় নদী? সৌরভ গাঙ্গুলি একটা বাঙালি ছেলে, সে ওখানে ক্রিকেট খেলায় ভালো একটা প্লেয়ার হিসেবে ছিল। এই প্রথম বিসিআইতে একজন বাঙালি দায়িত্ব পেল। সেখানে তাকে যখন চেয়ারম্যান নির্বাচিত করা হলো তখন সে সবার প্রথম আমার সঙ্গে কথা বলতে চাইল।

তিনি বলেন, কথা বলার পর আমাকে দাওয়াত দিল আমি যদি যাই তাহলে খেলা হতে পারে। আমিও রাজি হয়ে গেলাম। এখানে কিন্তু প্রধানমন্ত্রীর দাওয়াতও না বা আমাদের মুখ্যমন্ত্রীর দাওয়াতও না। এটা সৌরভ গাঙ্গুলি দাওয়াত দিয়েছে। আমি বলেছি আসব।

শেখ হাসিনা বলেন, একটা কথা আমি সব সময় বলি আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সব সময় এই প্রটোকল, এই নিয়ম এত কিছু থাকবে কেন? আমি বলেছি আসব। তা ক্রিকেট খেলা দেখতে যাবো সেখানে তিস্তা-টিস্তা নিয়ে তিক্ততা কেন করব? বলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.