তালতলীতে জোছনা উৎসবের  প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি :
বরগুনা তালতলীতে জোছনা  উৎসবের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৩ অক্টোবর)  সকাল সাড়ে ১০টায় উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে  সভায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সেলিম মিঞা এর    সভাপতিত্বে উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহবুব আলম
এবং বিশেষ অতিথি উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারমান জনাব রেজবীউল কবির জোমাদ্দার,উপজেলা ভাইস চেয়ারমান  মিয়া মো.মোস্তাফিজুর রহমান (মোস্তাক),এবং আরো উপস্তিত ছিলেন  উপজেলা মহিলা ভাইস চেয়ারমান মোসা:মনিকা নাজনীন এবং তালতলী থানা ওসি শেখ শাহিনুর রহমান প্রমুখ।
উল্লেখ্য এর আগে গত (১৯ অক্টোবর) শনিবার বরগুনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সভায় ১৩ নভেম্বর জোছনা উৎসবের তারিখ ঠিক করা হয়। জেলার প্রধান তিনটি নদী পায়রা, বিষখালী ও বলেশ্বর এর মোহনায় তালতলী উপজেলার শুভ সন্ধ্যা চরে এই উৎসব অনুষ্ঠিত হবে। পর্যটনশিল্পের সৌন্দর্যকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে নানা আয়োজন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.