কুড়িগ্রামে বিশ্ব সেরা সর্বাধনিক প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয় কেন্দ্র আপডেট ডায়াগনষ্টিকের উদ্বোধন

 

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি

বিশ্ব সেরা সর্বাধনিক প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয় করতে কুড়িগ্রামে আপডেট ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

“প্রযুক্তি ও সেবায় সবার আগে সবসময়” এই চিন্তাধারায় রোববার দুপুরে জেলা শহরের গোস্তিপাড়ায় এ রোগ নির্ণয় কেন্দ্রের উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. আজিজুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আপডেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. নুরুল জামান বাবু, ডা. মাহামুদা ইয়াছমিন কনা, ডা. নাসিমা খাতুন, ডা. এটিএম আনোয়ারুল, ডা. তানজিনা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, আপডেট ডায়াগনষ্টিকের পরিচালক মাসুদ খান প্রমুখ।

কুড়িগ্রামের রোগীদের এতোদিন সিটিস্কানসহ বিভিন্ন জঠিল রোগের পরীক্ষা করানোর জন্য রংপুরসহ ঢাকায় যেতে হতো। এখন এই আপডেট ডায়াগনষ্টিক রোগ নির্ণয় কেন্দ্রের মাধ্যমে এ জেলার মানুষ কুড়িগ্রামেই এ সুবিধা পাবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.