এফডিসিতে হিরো আলম, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে চলছে ভোটগ্রহণ। এ উপলক্ষে এফডিসিতে আসেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এসেই ভক্তদের চাপে চিড়েচ্যাপ্টা হিরো হবার যোগাড়। এ সময় পরিস্থতি সামাল দিতে পুলিশ হিমশিম খায়।

শুক্রবার (২৫ অক্টোবর) চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট উপলক্ষে হিরো আলম এসেছিলেন এফডিসিতে। গেটে ঢোকার মুখেই পড়েন ভক্তদের কবলে। ভক্তদের চাহিদা ছবি তোলা ও একটু কথা। কিন্তু সেই আবদার মেটাতে হিমশিম খেতে হয় সোশ্যাল মিডিয়া থেকে জনপ্রিয় হওয়া এই তরুণের। পরে অবশ্য পুলিশের সহায়তায় ভিড় ঠেলে হিরো আলম ভেতরে প্রবেশ করতে সক্ষম হন ও অপ্রীতিকর অবস্থা এড়ান।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সমিতির কার্যালয়ে সকাল ৯টায় ভোট শুরু হয়। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। এবার সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হচ্ছে ১৮টি পদের। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাকি তিন পদের প্রার্থীকে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.