ভ্রাম্যমান আদালত কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইট ভাটা মালিকের পাঁচ লাখ টাকা জরিমানা ও দুই মাসের কারাদন্ড

 

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি 

অনুমোদন ছাড়া ইট ভাটা প্রস্তুত ও ইট তৈরির কার্যক্রম পরিচালনার দায়ে কুড়িগ্রামে এক ইট ভাটা মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা ও দুই মাসের কারাদন্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক সুদীপ্ত কুমার সিংহ এ রায় দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ বলেন, কোনও ধরণের পূর্বানুমতি ছাড়া জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর এলাকায় এম.এইচ.বি ব্রিকস নামে একটি ইট ভাটা প্রস্তুত করে ইট তৈরির কার্যক্রম শুরু করেছিলেন ভাটা মালিক আব্দুর রব (গনি)। তার কাছে ভাটার অনুমোদনের কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ/ আইন ২০১৩ এর ০৪ ধারা ভঙ্গের দায়ে তাকে দুই মাসের কারাদন্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেওয়া হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.