শেরপুরে স্বপ্নীলের গ্রন্থাগার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়া অফিস ঃ

“আমরা আছি সকল ভালো কাজে, স্বপ্নীল আছে আপনার পাশে ” এই শ্লোগানকে ধারণ করে স্বপ্নীলের সদস্যরা “ওরা রক্তের ফেরিওয়ালা” সাথে স্বপ্নীলের আরেক পদবীযুক্ত করলো “ওরা জ্ঞানের ফেরিওয়ালা”। গত ১৮ই অক্টোবর (শুক্রবার) সকাল ৯ ঘটিকায় শৈল্লাপাড়া ডিএন মতিয়ার রহমান দাখিল মাদ্রাসা হলরুমে এক মতবিনিময় সভা অনু্িষ্ঠত হয়েছে।

 

উক্ত গ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও স্বপ্নীল সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য মোঃ গোলাম হোসেন। স্বপ্নীল সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ এর পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক রফিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইনিও কেজি স্কুলের পরিচালক রাশেদুল ইসলাম রুপম, সাংবাদিক সেলিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, রাফি আল-আমিন, মঞ্জুরুল আলম, শরিফ তোতা, স্বপ্নীলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম, সভাপতি ফেরদৌস আলম ও সংগঠনের নেতৃবৃন্দ সহ সাজ বিউটি পার্লারের ব্যবস্থাপনা পরিচালিকা নাসরিন সুলতানা। অনুষ্ঠানে কমিউনিটির প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.