ম্যাজিস্ট্রেটের ওপর জেলেদের হামলা, পুলিশসহ ১২ জন আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মা নদীতে চলমান ইলিশ রক্ষা অভিযানে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালিয়েছে জেলারা। এ ঘটনায় মৎস্য কর্মকর্তাসহ ১২ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পর নদীতে অভিযান চলকালীন সময়ে সাদারচর এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার শাবু, অফিস সহায়ক নিরাঞ্জন, কালুখালী থানার কনস্টেবল হাফিজ ও সজল। সংবাদটি লেখা পর্যন্ত বাকিদের নাম পরিচয় জানা যায়নি। তবে সুস্থ রয়েছেন অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ।

তবে এদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালম, এক পুলিশ কনস্টেবল ও এক আনসার সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালুখালী থানা পুলিশের ওসি কামরুল হাসান জানান, ইলিশ রক্ষা অভিযানে সন্ধ্যার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মৎস্য অফিসের লোকজন, আনসার ও তার থানা পুলিশের সদস্যসহ বেশ কয়েকজন নদীতে অভিযানে যান। অভিযান চলাকালীন সময়ে সন্ধ্যার পর তাদের উপর হামলার ঘটনা ঘটে। এতে মৎস্য কর্মকর্তা, তার দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোহা. মজিনুর রহমান জানান, কালুখালীর নদীতে ইলিশ রক্ষা অভিযান চলাকালীন সময়ে জেলেরা প্রশাসনসহ তার দপ্তরের কর্মকর্তাদের উপর হামলা করেছে। এতে ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.