আলোচনায় বসতে রাজি সাকিব-তামিমরা

বেতন-ভাতাসহ জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যুতে ধর্মঘটের ঘোষণা দেন ক্রিকেটাররা। এরই প্রেক্ষিতে গুলশানে সংবাদ সম্মেলনে ১৩ দফা দাবি তুলে ধরেন সাকিব-তামিমরা। এর আগে ক্রিকেটারদের পক্ষ থেকে বিসিবিতে ১৩ দাবি সংবলিত চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান পেশাদার ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

তিনি বলেন, বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে রাজি ক্রিকেটাররা। আজই বোর্ডে যাবেন তারা। সব দাবির প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন চান ক্রিকেটাররা। আলোচনা ফলপ্রসূ হলে ভারত সফরসহ ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম চলবে।

ক্রিকেটারদের মুখপাত্র জানিয়েছেন, আজ বিকেল ৪টায় ডাক, কুরিয়ার ও ইমেইল যোগে ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন। চিঠিতে ১৩টি দাবি উপস্থাপন করা হয়েছে।

এর আগে সোমবার (২১ অক্টোবর) নানা ইস্যুতে ধর্মঘটের ঘোষণা দেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়ে আন্দোলনে নামেন দেশের শীর্ষ সাকিব-তামিমরা। দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দেন সাকিব আল হাসান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.