দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করছেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার ৪৩তম সাধারণ নির্বাচনে ১৫৬ আসন পেয়ে এগিয়ে গেছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। এ পরিপ্রেক্ষিতে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন ট্রুডো। যদিও এককভাবে সরকার গঠন করতে পারছেন না তিনি। প্রয়োজন একটি দলের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ অক্টোবর) ভোটগণণার এমনই তথ্য আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এর আগে সোমবার (২১ অক্টোবর) দেশটিতে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়।

৩৩৮ আসনের এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে প্রয়োজন ১৭২ আসনের। কিন্তু ক্ষমতাসীন লিবারেল পার্টি পেয়েছে ১৫৬টি। এ হিসেবে এবারই প্রথম দলটি সংখ্যাগরিষ্ঠতা হারালো। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু শির কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন।

এবারের নির্বাচনে অংশ নেয় মোট ছয়টি দল। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো এবং কনজারভেটিভ পার্টির নেতা অ্যান্ড্রু শির মধ্যে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.