‘ক্রিকেটারদের হার্ডলাইনে যাওয়া উচিত হয়নি’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কোনো রকম আলোচনা না করেই ক্রিকেটারদের হার্ডলাইনে যাওয়া উচিত হয়নি। এতে ক্রিকেট দুনিয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সোমবার (২১ অক্টোবর) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দেওয়ার আগে পুরো বিষয়টি বিসিবিকে জানাতে পারতেন। আমাকেও জানাতে পারত। শুরুতে হার্ডলাইনে যাওয়ায় ক্রিকেট দুনিয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

তিনি বলেন, আমি ক্রিকেটারদের দাবিদাওয়ার প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল। বিসিবির সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই বিষয়টি সমাধান করা যাবে বলে আমি মনে করি।

জাহিদ আহসান বলেন, এমন তো নয় যে বিসিবির অর্থনৈতিক সমস্যা আছে। তাই এটির সমাধানও তারা সহজেই করতে পারবে। বোর্ডের সঙ্গে আমি কথা বলেছি। আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নিতে বলেছি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.