কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্রের শেয়ারিং সভা অনুষ্ঠিত

সামসুজ্জামান সুমন নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জে ব্রিটিশ কাউন্সিল পি ফোর ডি প্রকল্প ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতায় মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়া চক্রের সৌজন্যে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত হলো উন্নয়ন মূলক কর্মকান্ডের শেয়ারিং মিটিং।

গতাকাল ১০ অক্টোবর ১৯ ইং বিকাল ৪টার সময় মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়া চক্রের কার্যালয়ে সাংবাদিকদের সাথে শেয়ারিং সভায় উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি রউফুল আলম, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, বিডিনিয়ালা নিউজের প্রতিনিধি মোঃ আব্দুল মান্নান, দৈনিক দাবানলে স্টাফ রিপোর্টার মোঃ কাওছার হামিদ, দৈনিক জনতার প্রতিনিধি মোঃ শামছুজ্জামান সুমন, সাপ্তাহিক জনগণের বার্তার সম্পাদক, মোঃ বাদশাহ আলমঙ্গীর আরো অনেকে। মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্রের পক্ষে প্রতিনিধিত্ব করেন, উপদেষ্টা, আজাদুল করিম আজাদ, সি: সহ-সভাপতি, আয়নাল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রাকিব বাবু, কার্যকরী সদস্য শারমীন আক্তার, ৪ নং ওয়ার্ড সভাপতি তাহেরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি কিসমত আলী, বাংলাদেশ গার্মেন্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম ও মাগুড়া ইউনিয়ন পরিষদ সচিব মোঃ জাকির হোসাইন ও আরো অনেকে। স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্র ২০০১ সাল হতে আর্থ-সামাজিক সমাজ উন্নয়নমূক কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে, ঝড়ে পড়া শিক্ষার্থী রোধ, অভিযোগ বক্স স্থাপন, ১০৬ দূর্ণীতি প্রতিরোধ। দূর্ণীতি প্রতিরোধের মধ্যে ঘুষ, অবৈধ্য সম্পদ অর্জন, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার, সরকারী সম্পদ ও অর্থ আত্বস্যাৎ ইত্যাদি বিষয়ে সফলতা অর্জন করেন। এ সময় ইউপি সচিব জাকির হোসাইন স্বাধীন বাংলা যুব ক্রিড়াচক্রের কার্যক্রমে মুগ্ধ হয়ে সদস্য হবার আগ্রহ প্রকাশ করেন। উপস্থিত তৃতীয় লিঙ্গের মানিক মিয়া জানান, স্বাধীন বাংলা যুব ক্রিড়াচক্রের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে অনেক কিছু শিখেছি । আরো জানান, এর আগে আমি মানুষের সাথে কথা বলতে পারতাম না। এ সংগঠনে সংযুক্ত হয়ে এখন আমি ও গর্ভবোধ করি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.