দুর্গাপুরে বিশ^ ডাক দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

জেলার দুর্গাপুরে ‘‘উদ্ভাবন, একাগ্রতা ও অন্তর্ভুক্তি’’ এই প্রতিপাদ্যে সারাদের ন্যায় পালিত হয়েছে বিশ^ ডাক দিবস। বুধবার বিকেলে নানা আয়োজনে এ দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে স্থানীয় মুজিবনগর আবাসন মিলনায়তনে ডাক বিভাগের জিডিটাল লেনদেন ‘‘নগদ’’ ও স্থানীয় তামিম টেলিকম এর আয়োজনে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ডাক বিভাগের কর্মকর্তা মো. আবুল হাসান, তামিম টেলিমকমের স্বত্বাধীকারী মো. তাকদির হোসেন, সমাজসেবক মো. বাবুল শরীফ, মো. আছর আলী, বাউল মো. আব্দুল মান্নান, কন্ঠশিল্পী সপ্না বর্ম্মন প্রমুখ।

বক্তারা বলেন, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ও টেলিটক মোবাইল ফোন সেবার মাধ্যমে ডাক বিভাগের সেবা প্রতিনিয়ত বেড়ে চলেছে। বাংলাদেশ ১৯৭৩ সালে ইউনিভার্সাল ডাক ইউনিয়নের সদস্য হয়। এর পর থেকে এ দেশেও নানা আয়োজনের প্রতিবছর ৯ অক্টোবর এ দিবসটি পালিত হয়। স্বল্পমুল্য ও ঝামেলা মুক্ত ডাক বিভাগের সেবা নিতে সকলকে আহবান জানান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.