দুর্গাপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

জেলার দুর্গাপুরে নানা কর্মসুচীতে বিশ^ মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে বৃহস্পতিবার এ দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে সর্বস্থরের অংশগ্রহনে এক র‌্যালি শেষে স্বাস্থ্য বিভাগ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আহসান হাবীব এর সভাপতিত্বে‘‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ” এই প্রতিপাদ্যে অন্যদের মধ্যে আলোচনা করেন, ডা: আব্দুল ওয়াদুদ শিকদার, স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্ত্তী, সিনিয়র ষ্টাফ নার্স গ্লোরিয়া মানখিন, ম্যাডিকেল টেকনোলজিষ্ট আব্দুল মতিন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯২ সালে থেকে বিশ্বব্যাপী মানসিক রোগে আক্রান্ত মানুষেরা একবিংশ শতাব্দীতেও পারিবারগত, পেশাগত তথা সামাজিকভাবে অবহেলিত ও নিগৃহীত। মানসিক রোগীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে সার্বিক উন্নয়ন সহায়ক শক্তি হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। সকলকে মানসিক রোগীদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.