মধুপুরে যাত্রীবাহী বাস খাদে: আহত-৩০

 মো: আ: হামিদ বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে বিনিময় সার্ভিসের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এতে প্রায় ১৫ জনের অবস্থা আশঙ্কা জনক। স্থানীয় ও মধুপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গালবার দিবাগত রাত ১২:৩০ দিকে বিনিময় সার্ভিসের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে ছেড়ে টাঙ্গাইল হয়ে ধনবাড়ীর উদ্দেশ্যে আসছিল। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বেকারকোণা নামক স্থানে আসলে যাত্রীবাহী ঢাকা-মেট্রো ব-১১৯২১৯ বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ডাইবেশন করা বিপরিত দিকে খালে পড়ে উল্টে যায়। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আহত যাত্রীদের উদ্ধার করে আশঙ্কাজনক ১৫ জনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ময়মনসিংহ ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশী সংখ্যক যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করলেও আহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শি রনি গেস্বামী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দুটি বাস পাল্লা-পাল্লি করে বেপরোয়াভাবে চালিয়ে আসলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.