- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

অনলাইন ডেস্ক
এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর কর্মচাঞ্চল্যময় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ অনেকটা স্থবির হয়ে পড়েছে। ফায়ার সার্ভিস থেকে ভবনের দায়িত্ব দেয়া হয়েছে পুলিশকে। পুলিশ এখন ভবনটির তদারকি করছে।
এফ আর টাওয়ারের সামনে ও পেছনের অংশে ক্রাইম সিন লেখা ফিতা দিয়ে সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা ছাড়া সীমানার ভেতরে প্রবেশে নিষেধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে বিদ্যুতের লাইন মেরামত করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় করা তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
এ ছাড়া বনানীর ১০ ও ১১ নম্বর সড়কে যানবাহন চলাচল অনেকটা সীমিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের আশপাশের অনেক ভবনও আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। এসব ভবনে রয়েছে বেসরকারি বিভিন্ন সংস্থার অফিস, রেস্তোরাঁসহ আরো নানা কার্যালয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের পক্ষ থেকে মোট চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।