পল্লীশ্রী ক্রি‌য়ে‌টিং স্পে‌সেস্ প্রক‌ল্পের আ‌য়োজ‌নে বিতর্ক প্র‌তি‌যোগীতা অনু‌ষ্ঠিত

0

তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ “ঘ‌রে ও বা‌হি‌রে ছে‌লে মে‌য়ের বৈষম্য সৃ‌ষ্টি নয় সমঅ‌ধিকার নি‌য়ে নিরাপত্তা নি‌শ্চিত করার প‌রি‌বেশ সৃ‌ষ্টি কর‌া জরুরী,” রংপুরের তারাগঞ্জে ডাঙ্গীরহাট স্কুল এন্ড ক‌লেজ প্রাঙ্গ‌নে পল্লীশ্রী ক্রি‌য়ে‌টিং স্পে‌সেস্ প্রক‌ল্পের আ‌য়োজ‌নে বিতর্ক প্র‌তি‌যোগীতা অনু‌ষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে ওই বিষ‌য়ে বিতর্ক প্র‌তি‌যোগীতায় ডাঙ্গীরহাট স্কুল এন্ড ক‌লেজ এবং চা‌ন্দেরপুকুর বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীবৃন্দের ম‌ধ্যে প্র‌তি‌যোগীতা অনু‌ষ্ঠিত হয় ।

প‌ক্ষে চা‌ন্দেরপুকুর বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য় এবং ডা‌ঙ্গিরহাট স্কুল এন্ড ক‌লেজের ছাত্রীরা বিপ‌ক্ষে অংশ গ্রহন ক‌রে। চা‌ন্দেরপুকুর বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের ছাত্রীরা জয়‌ী হয়।

বি‌শেষ ক‌রে নারীর প্র‌তি চলমান বৈষম্য দুর ও ছাত্রীরা অবা‌ধে স্কুল মু‌খি হয়ে শিক্ষা চা‌লি‌য়ে‌ যাওয়া । দুর হ‌তে স্কু‌লে আস‌তে কোন বাধার সম্মু‌খিন না হয়, বাল্য‌বিবাহ রো‌ধ, ছে‌লেরা যেভা‌বে সাই‌কেল চা‌লি‌য়ে বিদ্যাল‌য়ে আ‌সে। ঠিক তেমনি ছাত্রীরা যেন দুর হ‌তে বাই সাই‌কেল চা‌লি‌য়ে বিদ্যালয় সহ সকল কার্যক্রম সম্পন্ন কর‌তে পা‌রে।

তাই প্র‌তি‌যোগীতায় ২টি স্কু‌লের ৮জন ছাত্রী সরাস‌রি প্র‌তি‌যোগীতায় অংশ‌ নেয় এসময় ২টি স্কু‌লের ছাত্র ছাত্রী, অ‌ভিভাবক, ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস্য, ইয়ুথ ও ক‌মিউ‌নি‌টি দ‌লের সদস্য সহ বিদ্যাল‌য়ের প্রায় শহস্রাধিক নারী পুরুষ উপ‌স্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন ডাঙ্গীরহাট স্কুল এন্ড ক‌লেজের অধ্যক্ষ র‌ফিকুল ইসলাম, বিচারক হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রেন তারাগঞ্জ বা‌লিকা উচ্চ বিদ্যালয় সি‌নিয়র সহ শিক্ষক লায়লা সরকার, মমতাজ বেগম সহঃ শিক্ষক মোঃ সা‌জেদুল ইসলাম প্র‌জেক্ট অ‌ফিসার ক্রি‌য়ে‌টিং স্পেসেস প্রকল্প পল্লীশ্রী।

বিতর্ক প্র‌তি‌যোগীতা শে‌ষে আ‌লোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন হা‌ড়িয়ারকু‌ঠি ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম্যান হারুন অর র‌শিদ বাবুল, অধ্যক্ষ খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, সহ প্রধান শিক্ষক আতাউর রহমান, অধ্যক্ষ র‌ফিকুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী শাহনাজ পারভীন ক্রি‌য়ে‌টিং স্পে‌সেস প্রকল্প পল্লীশ্রী।

সভায় বক্তারা ব‌লেন ছে‌লে মে‌য়ের ম‌ধ্যে কোন ভেদা‌ভেদ নেই । প‌রিবার থে‌কে আমরা বৈষম্য দুর করে চলা‌ ফেরার ক্ষে‌ত্রে তা‌দের নিরাপত্ত আমা‌দের দি‌তে হ‌বে । বিতর্ক প্র‌তি‌যোগীতায় অংশগ্রহনকারী প্র‌ত্যেক প্র‌তি‌যোগীকে পুরস্কার হি‌সে‌বে বাইসাই‌কেল ‌দেয়া হয়। যা‌তে বাইসাই‌কেল চালা‌তে মে‌য়েরা উদ্বুদ্ধ হয়।

অনুষ্ঠা‌ন প‌রিচালণায় ও সহায়তায় ছি‌লেন ক্রি‌য়ে‌টিং স্পে‌সেস প্রকল্প প্র‌জেক্ট অ‌ফিসার রওনক আরা হক, ক‌মিউ‌নি‌টি ইয়ুথ সদস্য দুলাল চন্দ,্র বরকতউল্লা বুলু, হা‌বিবা আক্তার অনুষ্ঠান শে‌ষে বাল্য‌বি‌য়ে ও নারীর প্র‌তি স‌হিংসতা প্র‌তি‌রোধ মুলক গণ গান প‌রি‌বেশন করা হয়।

Leave A Reply