কিশোরগঞ্জে চেয়ারম্যান পদে নৌকা ৮,স্বতন্ত্র ৩,লাঙ্গল১ জন জয়ী ও কটিয়াদি উপজেলা স্থগিত

0
আবু হানিফ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি৷
তৃতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন ২৪ মার্চ রবিবার অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার ১২ উপজেলায়  আওয়ামী লীগের ৮ জন, স্বতন্ত্র ৩ জন, জাতীয় পার্টির ১জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন৷
আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান হিসেবে ৮ জন বিজয়ী প্রার্থীরা হলেন, ইটনা উপজেলায় চৌধুরী কামরুল হাসান, কুলিয়ারচর উপজেলায় আলহাজ্ব ইয়াছির মিয়া, করিমগঞ্জ উপজেলায় আলহাজ্ব মো. নাসিরুল ইসলাম খান আওলাদ,পাকুন্দিয়া উপজেলায় রফিকুল ইসলাম রেনু, অষ্টগ্রাম উপজেলায় শহীদুল ইসলাম জেমস, ভৈরব উপজেলায় সায়েদুল্লাহ মিয়া,বাজিতপুর উপজেলায় ছারওয়ার আলম,  মিঠামইন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আছিয়া আলম।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী ৩ জন প্রার্থীরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলায় মামুন আল মাসুদ খান মামুন, নিকলী উপজেলায় এম রুহুল কুদ্দুস ভূইয়া জনি, হোসেনপুর উপজেলায় মোহাম্মদ সোহেল মিয়া৷

তাড়াইল উপজেলায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. জহিরুল ইসলাম ভূইয়া শাহীন বিজয়ী হয়েছে৷

অপর দিকে রাতে ব্যালট পেপারে সীল মেরে বাক্স ভর্তি করে রাখার দায়ে কটিয়াদি উপজেলা পরিষদ নির্বাচন স্তগিত ঘোষণা করেছে প্রশাসন৷
Leave A Reply