- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে ‘‘এখনই সময় অঙ্গীকার করার-যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশান এর আয়োজনে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি পৌরশহর প্রদক্ষিণ করে হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আলী রেজা সিদ্দিকী, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, উপজেলা যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন কর্মকর্তা আব্দুল মতিন দুলাল, সহকারী কর্মকর্তা শংকর সরকার প্রমুখ।
যক্ষা রোগ নিয়ে আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের চিকিৎসা সেবার মান অন্যান্য দেশের চেয়ে কোন অংশে কম নয়। যক্ষা রোগের চিকিৎসা এখন হাতের মুঠোয়, এর সেবা নিতে কারো পরামর্শে না নিয়ে সকলকে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসার আহবান জানান।