কিশোরগঞ্জ জেলার ১২ উপজেলায় চেয়ারম্যান পদে ও ১৩ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ আগামিকাল

0
আবু হানিফ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
সারা দেশের ১১৬ টি উপজেলার
 মতো তৃতীয় ধাপে আগামীকাল ২৪ মার্চ কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলায়ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷
জেলার ১৩টি উপজেলার মধ্যে মিঠামইন উপজেলায় একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন সদর ইউপি’র দু’বারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ১২ উপজেলায় আর ১৩ উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন৷
এর বাইরে ১৩ উপজেলার বাকি ১২টি উপজেলায় মোট ৪২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন-
কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, হোসেনপুর উপজেলায় ৩ জন,তাড়াইল উপজেলায় ৫ জন, করিমগঞ্জ উপজেলায় ৪ জন,কটিয়াদী উপজেলায় ৬ জন, ভৈরব উপজেলায় ৩ জন,নিকলী উপজেলায় ৩ জন,ইটনা উপজেলায় ২ জন,অষ্টগ্রাম উপজেলায় ৩ জন,বাজিতপুর উপজেলায় ৩ জন, পাকুন্দিয়া উপজেলায় ২ জন,কুলিয়ারচর উপজেলায় ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
১৩টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭৬ জন প্রার্থী তারা হলেন-
 কিশোরগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৭ জন,হোসেনপুর উপজেলায় ২ জন, তাড়াইল উপজেলায় ৭ জন, করিমগঞ্জ উপজেলায় ৬ জন, কটিয়াদী উপজেলায় ৬ জন, ভৈরব উপজেলায় ৪ জন, নিকলী উপজেলায় ৮ জন, ইটনা উপজেলায় ৪ জন,অষ্টগ্রাম উপজেলায় ৫ জন,বাজিতপুর উপজেলায় ৭ জন,পাকুন্দিয়া উপজেলায় ৮ জন, কুলিয়ারচর উপজেলায় ৫ জন, মিঠামইন উপজেলায় ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
১৩টি উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৫ জন প্রার্থী। নারীর ক্ষমতায়নে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়া এসব প্রার্থীরা হলেন-
কিশোরগঞ্জ সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, হোসেনপুর উপজেলায় ৪ জন, তাড়াইল উপজেলায় ৯ জন, করিমগঞ্জ উপজেলায় ৬ জন, কটিয়াদী উপজেলায় ৩ জন, ভৈরব উপজেলায় ৩ জন, নিকলী উপজেলায় ৬ জন, ইটনা উপজেলায় ২ জন,অষ্টগ্রাম উপজেলায় ৩ জন,বাজিতপুর উপজেলায় ৪ জন,পাকুন্দিয়া উপজেলায় ৬ জন,কুলিয়ারচর উপজেলায় ৩ জন,মিঠামইন উপজেলায় ৩ জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
Leave A Reply