- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আয়োজনে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে কমিটির সভাপতি আনিসুল হক সুমন এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহবার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জমির উদ্দিন তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক উমর ফারুক প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ঐতিহাসিক ছাত্রসমাবেশে প্রথমবারের মতো বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আ.স.ম আব্দুর রব। এসময় ‘‘বীর বাঙালী অস্ত্র ধরো-বাংলাদেশ স্বাধীন করো’’ শ্লোগানে প্রকম্পিত হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। সভায় নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাস তুলে ধরার জন্য সকলকে আহবান জানানো হয়।