- আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী রতনের মৃত্যু জানাযায় নেতার কান্নায় শোকে শিহরিত জনতা - September 21, 2023
- মতলবে ভাগিনার হাতে মামা খুন - September 20, 2023
- ঠাকুরগাঁওয়ে নবাগত ইউএনও’র সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় - September 20, 2023

সেলিম রেজা,স্টাফ রিপোর্টার বগুড়া ঃ বগুড়া শহরের হাকির মোড় এলাকায় শিশুর খেলার আগুনে বাসার তিনটি রুম পুড়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকা মালামালের ক্ষতি হয়েছে। সোমবার দুপুর পৌণে ২টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টি উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর গফুর নিশ্চিত করেছেন। বাসার মালিক স্থানীয় ঔষুধ ব্যবসায়ী শামসুল হক। তিনি ৪ বছর আগে কাহালুর আশরাফ আলীর ছেলে হযরত আলীকে তার ওই বাসা ভাড়া দেন। বাসা ভাড়া নেয়া হযরত আলী জানান, বাসায় তার বাচ্চা সৈকত কিছু কাগজ নিয়ে খেলছিল। খেলার ছলে এক পর্যায়ে কাগজে সে আগুন লাগিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভয়ে সে বের হয়ে আসে। পরে বাসার উপর থেকে ধোয়া বের হতে থাকলে স্থানীয় লোকজন তাকে এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তিনি আরও জানান, রুমের মধ্যে থাকা খাট, জামা-কাপড়, টিভি সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বজলুর রশিদ বলেন, ‘আমরা খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে পৌছাই। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।