Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

সোহেল রানা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার পোড়াদহে ট্রেনের ধাক্কায় আকাশী খাতুন (১৮) নামে একজন কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পোড়াদহ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলেমান হোসেন মোল্লা এই তথ্য
নিশ্চিত করেছেন।
নিহত আকাশী খাতুন উপজেলার পোড়াদহ ইউনিয়নের কালিনাথপুর গ্রামের আমীর হোসেনের মেয়ে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের অনার্সের ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে আকাশী খাতুন পোড়াদহ স্টেশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩টার দিকে
তার মৃত্যু হয়।