- পিতা হত্যা মামলায় জামিন পেলেও স্ত্রী হত্যায় পূনরাই পুলিশের হাতে আটক - September 29, 2023
- সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবে এমপি প্রার্থী এলিনের মত বিনিময় সভা - September 29, 2023
- ডা: মুরাদ হাসান এমপি’র আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত - September 28, 2023

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার,বগুড়া ঃ
শিক্ষা অর্জনে মায়ের ভূমিকার বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরের বানিয়া গোন্দাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাঙ্গনে ১৬ মার্চ শনিবার বেলা ১১টায় আলোচনা সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব মোঃ শামছুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু। সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল হাই বারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম, জামুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন, জহুরুল ইসলাম, আফজাল হোসেন, কুসুম্বী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ। এসময় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস প্রদান করা হয়।