উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার আয়োজনে আনন্দ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

সেলিম রেজা,স্টাফ রিপোর্টার, বগুড়া ঃ

বগুড়ার শেরপুরে আনন্দ টেলিভিশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। স্যাটেলাইট চ্যানেল আনন্দ টিভির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১১ মার্চ শেরপুর উপজেলা চত্ত্বরে মুক্ত মঞ্চে বিভিন্ন পেশাজীবি মানুষের উপস্থিতিতে কেক কেটে এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি সারোয়ার জাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ লিয়াকত আলী শেখ উপস্থিত সকল মানুষের উদ্দেশ্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার সুফল গ্রাম গঞ্জের সংবাদও এখন আমরা টিভি চ্যানেলে দেখতে পাই। উপস্থিত সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- শেরপুরের সকল সাংবাদিক ভাই আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে টিভি চ্যানেল তথা শেরপুরের উন্নয়নে প্রসার ঘটাবেন এবং স্বচ্ছ সাংবাদিকতার মান বজায় রাখবেন বলে আমি আশা রাখি। বক্তৃতার শেষে তিনি আনন্দ টিভির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, শেরপুর থানার চৌকস ওসি (তদন্ত) বুলবুল ইসলাম, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা হারুনার রশিদ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ জামান সিরাজী, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন সরকার, যুগ্ন- সাধারণ সম্পাদক ছোলায়মান আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মোত্তালিব সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, দপ্তর সম্পাদক মোনারুল ইসলাম সাইদ, প্রচার সম্পাদক সেলিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক সনাতন সরকার,সাহিত্য বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মামুন সরকার, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান, কার্য্যনির্বাহী সদস্য আবুল খায়ের, জাকির হোসেন রনি, সদস্য নজরুল ইসলাম,মহসিন হোসেন মিলনসহ সকল সদস্যবৃন্দ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন শহর ছাএলীগের সভাপতি রনি সরকার, সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, ছাএলীগ নেতা মেহেদী হাসান প্রমূখ।

Leave A Reply