বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়ন ভূমি অফিস যেন দালালদের স্বর্গরাজ্য

0

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার,বগুড়া ঃ বগুড়া জেলার শেরপুর উপজেলার দক্ষিণ সিমান্তবর্তী এলাকায় ভবানীপুর ইউনিয়ন পরিষদ স্থাপিত। সিমান্তবর্তী এলাকায় স্থাপিত ভবানীপুর ইউনিয়ন ভূমি অফিস যেন দালালদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অফিসের চেয়ার টেবিলে বীরর্দপেই কাজ করেন দালালেরা।

সরেজমিন গিয়ে দেখা যায়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শুকুর আলীর আর্শীবাদপুষ্ট দালাল আক্কাস আলী অফিসের চেয়ার টেবিল ব্যবহার করে সেবা গ্রহীতাদের সেবা দিতে ব্যস্ত। আর কর্মকর্তা শুকুর আলী কর্মস্থলে অনুপস্থিত। এসময় অফিসের কর্মচারী মোখলেছার রহমান ও নজরুল ইসলাম জানান, নায়েব সাহেব বিশেষ কাজে বগুড়ায় আছেন। আক্কাস আলী জানান, আমি এলাকার মানুষের ভূমি সংক্রান্ত কাজে সহযোগিতা করি মাত্র। এলাকার সাধারণ ভূমি মালিকদের অভিযোগ নায়েব সাহেব নিয়মিত আসে না। দালালদের মাধ্যমেই আমরা কাজ চালাই। এদিকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শুকুর আলী আদমদিঘীতে বদলী হলেও তার দেখানো পথেই চলছে সরকারি ভূমি অফিসের কার্যক্রম। প্রতিদিন ইউনিয়ন ভূমি অফিসে এসে কাজ করেন ওই ইউনিয়নের বাসিন্দা আক্কাস আলী।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন জানান, সরকারী অফিসে অন্য কেউ কাজ করতে পারে না। বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Leave A Reply