- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023

স্টাফ রিপোর্টার, বগুড়াঃ
ধুনট উপজেলায় অগ্নিকাণ্ডে দুটি ওষুধের দোকানসহ একটি হোটেল পুড়ে গেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার বিশ্বহরিগাছা বাজারে আব্দুল রাজ্জাক ও জুয়েল রানার ওষুধের দোকান এবং রায়হান আলীর হোটেল বন্ধ করে তারা বাড়িতে চলে যায়। রাত প্রায় একটার দিকে আগুনের সূত্রপাত ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শামীম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান,বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।