- বিশেষ ক্ষমতা আইনে ১৭ টি মামলা ৭টি জিডি চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাফল্য - September 25, 2023
- জামালপুর জেলার নিবার্চনী হালচাল - September 23, 2023
- সরিষাবাড়ীতে সংস্কার হলো রাস্তা, কমলো জনদূভোর্গ - September 23, 2023

খলিলুর রহমান তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষি অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকেলে উপজেলার ঘনিরামপুরে এক মাঠ দিবস ও রিভিউ ডিসকাশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর খামারবাড়ী উপ-পরিচালক ড. সরওয়ারুল হক, বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর খামারবাড়ী জেলা প্রশিক্ষক আফতাব হোসেন,জেলা বীজ প্রত্যয়ন অফিসার মঞ্জুরুল হক, উপজেলা কৃষি অফিসার অশোক কুমার রায়।
ওই মাঠ দিবসে বারি সরিষা – ১৪ জাতের উৎপাদন ও গুণগত মানের বিষয়ে অতিথিরা বক্তব্য দেন। ওই সময় স্থানীয় প্রায় দুই’শ কৃষকদের মাঝে মাঠ দিবসে বিভিন্ন ফসলের দিক তুলে ধরে আলোচনা করেন।