- বিশেষ ক্ষমতা আইনে ১৭ টি মামলা ৭টি জিডি চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাফল্য - September 25, 2023
- জামালপুর জেলার নিবার্চনী হালচাল - September 23, 2023
- সরিষাবাড়ীতে সংস্কার হলো রাস্তা, কমলো জনদূভোর্গ - September 23, 2023

খলিলুর রহমান তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধি
‘‘সবাই মিলে ভাব নতুন কিছু করো নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলায়র হাড়িয়ারকুঠিতে ৮ মার্চ আন্তার্জাতিক নারী দিবস উপলক্ষে পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেস প্রকল্পের আয়েজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকালে ওই সভায় কমিউনিটি দলের সদস্য সেলিনা আক্তার সভাপতি করেন। সভায় নারী পুরুষের সমান অংশগ্রহণ মর্যাদা ও শিক্ষার ব্যবস্থা বাল্য বিবাহ সহ নারীর প্রতি সহিংসতা এছাড়াও বিভিন্ন দিকসমুহ তুলে ধরে বক্তারা আলোচনা করেন। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফাতেমাতুজ্জজোহরা, প্রাক্তন সহকারি শিক্ষক আব্দুল হক, সোলেমান হোসেন, দুলাল চন্দ্র রায়, গোলাপি বেগম, রুমা আক্তার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পল্লীশ্রী ক্রিয়েটিং স্পেস প্রকল্পের প্রজেক্ট অফিসার সাজেদুল ইসলাম সুজন প্রমূখ।