- বিশেষ ক্ষমতা আইনে ১৭ টি মামলা ৭টি জিডি চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাফল্য - September 25, 2023
- জামালপুর জেলার নিবার্চনী হালচাল - September 23, 2023
- সরিষাবাড়ীতে সংস্কার হলো রাস্তা, কমলো জনদূভোর্গ - September 23, 2023

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়াঃ
পাঁচদিনের সফরে মালয়েশিয়া গেছেন বগুড়ার শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহনাজ পারভীন।
গত ৭ই মার্চ তিনি ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন।
সেখানে তিনি ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত আর্ন্তজাতিক নারী স্কাউটিং সম্মেলনে অংশগ্রহন করবেন।
নারী স্কাউটিং সম্মেলনে অংশগ্রহন শেষে তিনি আগামী ১৪ই মার্চ দেশে ফিরবেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।