- পদক জয়ীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন - December 1, 2023
- শেষ সময়ে দৌড়ে গিয়ে জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়ন ফরম জমা - December 1, 2023
- মধুপুর-ধনবাড়ী মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক - November 30, 2023


বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘ছিনতাই চেষ্টার’ ঘটনার সময় দায়িত্বরত বেবিচকের দুই নিরাপত্তা কর্মকর্তা এবং তিন আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিমানবাহিনীর এক সার্জেন্টকে প্রত্যাহার করা হয়েছে।বরখাস্তরা হলেন- সিভিল এভিয়েশনের সিকিউরিটি সুপারভাইজার লেহাজ উদ্দিন ভূঁইয়া, নিরাপত্তারক্ষী ইউনুস হাওলাদার, আনসার সদস্য আলিম হোসেন, মাহফুজুর রহমান ও সাদ্দাম হোসেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা এ কে এম রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত চলছে, সহসাই প্রকৃত ঘটনা জানা যাবে। গত ২৪ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ূরপঙ্খি উড়োজাহাজ ‘ছিনতাই চেষ্টাকালে’ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যৌথ বাহিনীর অভিযানে নিহত হন পলাশ আহমেদ ওরফে মাহাদী। ওই উড়োজাহাজে থাকা ক্রুসহ ১৪৭ যাত্রীর মধ্যে সবাইকে নিরাপদে বের করে আনা হয়।